ভারত থেকে দেশে এলো ২৫ লাখ লিটার তেল

জ্বালানি সংকট কাটাতে ভারত থেকে ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল আমদানি করা হয়েছে। আজ শনিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে তেলের চালানটি নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদী বন্দরে এসে পৌঁছে।

জানা যায়, ভারতীয় হাইকমিশনার, আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকুয়া রিফাইনারি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তেল হস্তান্তর করা হয়।

অ্যাকুয়া রিফাইনারি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, আমদানিকারক এ প্রতিষ্ঠানটি গত বছর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে ১৬ হাজার মেট্রিক টন তেল আমদানির অনুমতি পেয়েছে।

জ্বালানি সাশ্রয় করতে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পরে সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে ১ ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //