অতিরিক্ত মদ্যপানে তরুণীর মৃত্যু

কক্সবাজারে ভ্রমণে আসা লাবণী আকতার (১৯) নামের এক তরুণী চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

আজ বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সাথে আসা ৪ বন্ধুর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে।

লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ীতে বসবাসকারী বরগুনার মনির হোসেনের মেয়ে। 

এ ঘটনায় আটককৃতরা হলেন- যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, ৪ বন্ধুসহ ১১ মে কক্সবাজার আসেন তারা। এসে কলাতলীর বীচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন। ওখানে ১৪ মে অসুস্থ হলে তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। এসময় সাথে আসা চারজনের মধ্যে দুইজন স্বীকার করেন তারা অতিরিক্ত মদ্যপান করেছিল। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও অপর দুইজন পালিয়ে গেছে।

তিনি জানান, চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সাড়ে ১২ টায় তরুণী মৃত্যু বরণ করেন। ইতিমধ্যে মেয়েটির পিতাসহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি তদন্ত জানান, আটক দুইজনকে এ ঘটনায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারা হেফাজতে রেখেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //