লাশবাহী অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি লাশবাহী এম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তানহা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

গতকাল রবিবার (৮ মে) বিকেলে উপজেলার ছাতক-সিলেট সড়কের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আকিব মিয়ার মেয়ে।

আহতরা হলেন, সিএনজি চালক জহির আলী যাত্রী গোবিন্দ দাস (১৭), পুজব দাস(১৫), সানজিদা (১০), মারজান (১৪) ও এম্বুলেন্সে থাকা হাবিবুর (২০), নাছুয়া বেগম (২০), কেছন বিবি (৫০), জয়তুন নেছা (২৮), ফুলজান বিবি (২৬)। 

পুলিশ জানায়, বিকেলের দিকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ৮ দিন বয়সী এক শিশুর মরদেহ নিয়ে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চন্ডিপুর এলাকায় ফেরার পথে সড়কের খারগাও-মাধবপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়। পরে সিএনজি চালকসহ আহত ৭ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশু ও আহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //