চাকু হাতে ছাত্রলীগের ২ নেতার সেলফি

পটুয়াখালীর বাউফলে চাকু হাতে ছাত্রলীগের দুই নেতার সেলফি তোলা নিয়ে তোলপাড় চলছে। 

আজ শুক্রবার (১ এপ্রিল) বিকালে দুটি ধারালো চাকু হাতে নিয়ে সেলফি তোলেন উপজেলার কেশবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ও সদস্য ইমরান ওরফে লস্কর ইমরান। 

পরে সেই ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন ইমরান। এরপরই তাদের ছবি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। 

রায়হান কেশবপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে আর ইমরানের বাবার নাম মৃত মো. হানিফ। 

কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাবু তার ফেসবুক আইডিতে ওই ছবির একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন- সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কেশবপুর ইউনিয়ন। অস্ত্র হাতে প্রকাশ্যে প্র্যাকটিস করছে রায়হান ও ইমরান। সাধারণ মানুষ এদের কাছে জিম্মি। আর এই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু ও তার ভাই সুজন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও জানান তিনি। 

তবে ফেসবুকে ছবিটি ভাইরাল হওয়ার পর ডিলিট করে দেন ইমরান। 

অবশ্য এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা রায়হান বলেন, বিকালে কয়েকজন বন্ধু মিলে তরমুজ খেয়েছিলাম। তখন তরমুজ কাটা চাকু নিয়ে দুজনে সেলফি তুলেছিলাম। 

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //