ছুটির দিনেও বিদ্যালয়ে উড়ছে পতাকা!

শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবে দাপ্তরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের এই দিনে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৪৫নং বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকাবাসীর অভিযোগ, গতকাল (২৪ মার্চ) বৃহস্পতিবার স্কুল শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি। স্কুল বন্ধ করে শিক্ষকেরা তালা দিয়ে চলে যায়। এরমধ্যে গতকাল রাত ও পরদিন শুক্রবার দুপুর ১টা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখে এলাকাবাসী।

স্কুলের প্রধান শিক্ষক সাহিদুর রহমান জানান, আমার ঊর্ধ্বতন অফিসার গোলাম মোস্তফা স্যার আমাকে পতাকা টানাতে বলেছে, তাই আমি পতাকা টানিয়ে রেখেছি।

এ বিষয়ে জানতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা মিয়ার ফোন নম্বরে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

ফরিদপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইরিন খানম বলেন, আজ শুক্রবার স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি কোনো নির্দেশনা আমরা পাইনি এবং কাউকে পতাকা টানাতেও বলিনি।

ফরিদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন বলেন, আজ জাতীয় পতাকা উত্তোলনের কোনো সরকারি নির্দেশনা আমাদের নেই, তবে কেউ পতাকা টানিয়ে থাকলেও এটা আমার জানা নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //