যশোরে সোনা চোরাচালান মামলায় নারীর যাবজ্জীবন

শোরে সোনা চোরাচালান মামলায় পপি খাতুন মরিয়ম নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন জেলা আদালত।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালত বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। অ্যাডভোকেট এম ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত পপি খাতুন যশোর বেনাপোলের পুটখালি গ্রামর পশ্চিমপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ সেপ্টম্বর শার্শার পাঁচভল্ট বিজিবি ক্যাম্পের  নায়ক সুবদার কামাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল শিকড়ীচারা বটতলা এলাকায় একটি ইজিবাইকে তল্লাশি চালায়। সে সময় ইজিবাইকের যাত্রী পপি খাতুনের শরীর থেকে ১৩টি  সোনার বার উদ্ধার করেন তারা।

এ ব্যাপার বিজিবির নায়ক সুবদার কামাল হোসেন সোনা চোরাচালান দমন আইনে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসম্বর আটক পপিকে অভিযুক্ত করে আদালততে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শ নজরুল ইসলাম। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পপির বিরুদ্ধে অভিযাগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদশ দেন। দণ্ডপ্রাপ্ত পপি খাতুন মরিয়ম কারাগার আটক রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //