শেরপুরে অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার ২

শেরপুরের নকলায় অস্ত্র ও ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার রাতে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন সভাচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে এরশাদ আলী (৩৫) ও নুরুজ্জামানের ছেলে আব্দুল জলিল (২২)। 

র‌্যাব-১৪ জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলারা নকলা পৌরসভাধীন ঢাকা-শেরপুর মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ২টি পাইপগান, ২০ কেজি গাঁজা, সাড়ে ৩ হাজার টাকা, সিমসহ ৩টি মোবাইল ফোন, ১টি পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি এরশাদ আলীর বিরুদ্ধে জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দাহ থানায় ২টি চুরির মামলা রয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত নকলা উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //