মিথ্যা ঘোষণায় ভারত থেকে আসছিল ৫০ লাখ টাকার পণ্য

বেনাপোল বন্দরে আমদানিকৃত পচনশীল পণ্য ক্যাপসিকামের বক্স থেকে মিথ্যা ঘোষনায় আমদানি করা ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, ওষুধসহ মাদক জাতীয় দ্রব্য সিসার ফ্লেবার জব্দ করেছে বেনাপোল কাষ্টমস।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অভিযান চালিয়ে ১৭৫ ক্যাপসিকাম ভর্তি কাটুর্নের মধ্য থেকে বিপুল পরিমান ঘোষনা বহির্ভুত পণ্য জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অবস্থানরত একটি ভারতীয় ট্রাকে তল্লাশী চালিয়ে ১৭৫ ক্যাপসিকাম ভর্তি কার্টুন খুলে তার মধ্য থেকে অর্ধ কোটি টাকার বিভিন্ন ধরনের শাড়ি, থ্রিপিস,ওষুধসহ মাদক জাতীয় দ্রব্য সিসা এর বিভিন্ন ধরনের ফ্লেবার আটক করা হয়।

পণ্য চালানটির আমদানিকারক বেনাপোলের সিয়াম এন্টারপ্রাইজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মালামাল গনণার কাজ চলছে। 

এছাড়া জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত এবং আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়া হবে বলেও জানান বেনাপোল কাস্টমসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //