রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের প্রবেশে বাধা কাটল

এখন থেকে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে বিদেশি সাংবাদিকদের রোহিঙ্গা শিবিরে কাজ করার ক্ষেত্রে অনুমতি লাগবে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

সভায় কক্সবাজার প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, ‘সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হচ্ছেন সাংবাদিকরা। তাদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। তারা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।’

তিনি প্রশ্ন করেন, ‘রোহিঙ্গা শিবিরে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কি না?’

এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের কাছে ব্যাখ্যা চান।

জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশি সাংবাদিকদের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।’

এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ রোহিঙ্গা ক্যাম্পে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দায়িত্বরত সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //