টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযানকে ৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন স্পটগুলোতে পর্যটক আগমন ও পরিবহন নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল রবিবার (২০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রায়হান কবির জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের পর্যটনকেন্দ্র সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় তাহিরপুরেও পর্যটক পরিবহন না করার জন্য ও পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি রক্ষার্থে পর্যটন স্পটসহ উপজেলাজুড়ে এ ধরনের অভিযানের পরিধি আরো বাড়ানো হবে। কোনো ছাড় দেয়া হবে না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //