কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর নির্বাচনে ৮নং কাশিপুর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিজিবির লাঠিচার্জে আহত হয়েছেন চারজন। 

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা ওসি মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৮নং কাশিপুর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলাম সমর্থকদের মধ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। 

তিনি আরো বরেণ, এতে উভয়পক্ষের ফুল মিয়া, রওশন ও মনিরুলসহ চারজন আহত হয়। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, পুলিশ মোতায়ন করা হয়েছে এবং ভোটগ্রহণ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //