আইসিটি মামলায় রিমান্ডে বাম নেতা

কারাগারে লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনায় সংসদ অভিমুখে কফিন মিছিলের ঘোষণা দিয়েছিলো বামপন্থি সংগঠন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা। এ সংগঠনটির সমন্বয়ক রুহুল আমিনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার করে আজ দুদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে খুলনা মহানগরীর গোয়ালখালির একটি বাড়ি থেকে থেকে তাকে আটক করা হয়। এসময়ে একই বাড়ি থেকে ওই সংগঠনের আহবায়ক কমিটির সদস্য নিয়াজ মুর্শিদ দোলনকেও আটক করে পুলিশ। পরে রাত ১২ টা ১০ মিনিটের দিকে নিয়াজ মুর্শিদ দোলনকে ছেড়ে দেয়া হয়।

রাত ১ টার দিকে নিয়াজ মুর্শিদ দোলন বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল, নর্থ ডিসি, এসি ও স্থানীয় খালিশপুর থানার ওসিসহ পুলিশের একটা টিম যৌথভাবে আমাদের বাসায় অভিযান চালায়। এ সময়ে রুহুল ও আমাকে বাসা থেকে ডিবি অফিসে তুলে নিয়ে যায়। বার বার জিজ্ঞাসা করা সত্ত্বেও তারা কোনো রকম ওয়ারেন্ট বা কারণ দর্শায় নাই। পরবর্তীতে আমাকে ছেড়ে দেয়া হয়। তবে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক রাখা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //