চাঁপাইতে ১৩১৯টি স্বপ্নের নীড় পেলো গৃহহীনরা

মুজিববর্ষ’ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে আবাসন সুবিধার আওতায় আনতে সরকারি কর্মসূচির অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে ১৩১৯টি ঘর পেয়েছেন গৃহহীনরা।

আজ শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা উনিয়নের সল্লাপাড়ার গৃহগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩৪ জনের মধ্যে ৩৬ জনকে কবুলিয়তনামা হস্তান্তর করা হয়। লাল-সবুজের স্বপ্নের নীড়ে আছে দুইটি কক্ষ ও একটি রান্না ঘরসহ টয়লেট। চাঁপাইনবাবগঞ্জে বিখ্যাত গম্ভীরা গান শুনিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতে ১৩৪, শিবগঞ্জে ৭৩৭, গোমস্তাপুরে ৯৫, নাচোলে ২০০, ভোলাহাটে ১৭৫ জন গৃহহীন ঠাঁই পেয়েছেন। 

প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হুমায়ন খন্দকার। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক কর্নেল সুরুজ মিয়া, সদর উপজেলা ভূমি অফিসার আমিনুর রহমান, শিবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ডা. সামিউল ইসলাম শিমুল, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সভাপতি  মইনউদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জের-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, জেলা যুবগীলের সভাপতি সামিউল হক লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদারসহ রাজনৈতিক ব্যক্তিরা জেলা গণ্যমান্য ব্যক্তিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //