কক্সবাজারে প্রায় ৫৩৫ কোটি টাকার মাদক ধ্বংস

গত ৩ বছরে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ প্রায় ৫৩৫ কোটি টাকারও বেশি মূল্যের জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

এর মধ্যে ইয়াবা রয়েছে প্রায় ৫৩৩ কোটি টাকার বেশি। আর অন্য মাদক রয়েছে ১ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার টাকার।

আজ বুধবার (২০ জানুয়ারি) কক্সবাজার বিজিবির রিজিয়ন সদর দফতর মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বিজিবি প্রেরিত তথ্যে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টর ইয়াবা আটকের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। গত ৩ বছরে রামু সেক্টরে মোট ৩ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৭৪৩ পিস ইয়াবা আটক হয়, যার আনুমানিক মূল্য ৯৪৮ কোটি ২৫ লাখ টাকারও বেশি। যার মধ্যে আটক ইয়াবার মালিকবিহীন ইয়াবা ধ্বংস করার জন্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়।

অন্য মাদকদ্রব্যগুলো হলো- মদ ৫ হাজার ৭৯৯ বোতল, বিয়ার ৩৩ হাজার ৫৫৫ ক্যান, বাংলা চোলাই মদ এক হাজার ৭৩৬ লিটার, গাঁজা ১৫ হাজার ৭৩২ কেজি, সিডিল ট্যাবলেট ১৮ হাজার ৭৫০ পাতা, জেলিয়াম ট্যাবলেট ৫ হাজার পাতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, বিজিবি অতিরিক্ত মহাপরিচালক খায়রুল কবির প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //