টেকনাফে অস্ত্র ও গুলিসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

গতকাল সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়ায় এ অভিযান চালানো হয়। 

এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের ১৭ নম্বর শেডের হোসেন আহম্মদের ছেলে মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫) এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নুর কবিরের ছেলে মো. ফোরকান (২০), নুর বশরের ছেলে মো. আইয়াছ (২১) ও ছৈয়দুল বশরের ছেলে নুর আলম (২০)।

এসপি তারিকুল বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রইক্ষ্যং উত্তরপাড়ায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী দূর্বৃত্ত অবস্থান করছে খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন,  এসময় আটকদের শরীর তল্লাশি করে দেশীয় একটি বন্দুক, একটি গুলি ও একটি রামদা পাওয়া যায়। আটক চারজনই উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান এসপি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //