ব্রাহ্মণবাড়িয়ায় শিয়ালের কামড়ে আহত ৩২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৩২ জন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় আবু সাঈদ জানান, সন্ধ্যার দিকে দুইটি শিয়াল গ্রামে প্রবেশ করে হঠাৎ নারী-পুরুষ শিশুসহ অনেক মানুষকে কামড়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালে আহত একাধিক রোগী জানায়, বাড়িতে কাজ করা সময় দুইটি শিয়াল হঠাৎ করে কামড়ে পালিয়ে যায়। 

আহতরা সবাই একই গ্রামের। তারা হলেন- গোলাপ মিয়া (৩০), মামুন (২৪), কাদির (৩০), আশরাফুল ইসলাম (১২), নায়েব আলী (৩৫), সেফালী (১৪), ওয়াসিম (১৬), রাজু মিয়া (১৫), আকরাম (১৬), হারুন মিয়া (৫০), বাদশা মিয়া (৩০), হৃদয় (১৮), মাতব মিয়া (৪০), সুহেদা (৩৫), মাইনুদ্দিন (২৫), ফৌজিয়া আক্তার (৬), হেলাল উদ্দিন (৫৫), লাকি আক্তার (২৫), শান্তা (১৮), আশরাফুল মিয়া (১৫), কাদির মিয়া (৩০), জুতি (১২), জজ মিয়া (৬০), রাসেদা (৩০), নিলুফা বেগম (৩৫), মামুন (২০), ইয়ার হোসেন (২২), হোসেন মিয়া (২৫), সাইদুর রহমান (৫০), তানিয়া বেগম (২৭), সামসেদ (৩৫), কুদরত মিয়া (৩৪)।

তাঁজপুর গ্রামের প্রত্যক্ষদর্শী হারুন মিয়া বলেন, আমার ভাই আর ভাতিজি বাড়ির উঠানে দাঁড়ানো ছিল। হঠাৎ একটি শিয়াল তাদের কামড়ে পালিয়ে যায়। গোলাপ মিয়া একটি শিয়ালকে ঝাঁপটে ধরলে সবাই গিয়ে শিয়ালটি মেরে ফেলি। বাকি আরেকটি শিয়াল পালিয়ে যায়। 

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, হাসপাতালে ৩২ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে গেছে। বাকিদের কাল সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //