ঠাকুরগাঁওয়ে মুলার কেজি পাঁচ টাকা!

ঠাকুরগাঁওয়ে ১৫ দিনের ব্যবধানে ৩০ টাকা কেজির মুলা এখন পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও কৃষকেরা হতাশা প্রকাশ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার সালন্দর, শিবগঞ্জ, রোড ও কালিবাড়ি বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসব বাজারে প্রতিকেজি মুলা পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, ১৫ দিন আগেও ৩০ টাকা কেজি দরে মুলা বিক্রি হয়েছে। শীতকালীন সবজি হিসেবে মুলার চাহিদা থাকায় দামও বেশি ছিলো। এখন বাজারে সকল সবজির পাশাপাশি মুলার যোগানও বেড়েছে। ফলে মুলার দাম কমে পাঁচ টাকা কেজিতে নেমেছে।

কৃষকরা বলছেন, শুরুতে দাম ভালো পেলেও হঠাৎ দাম কমে যাওয়ায় ক্ষতির শঙ্কা রয়েছে। ঠাকুরগাঁও দুই দফা বন্যার কারণে এমনিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই এবার সবজি উৎপাদনে খরচ আগের তুলনায় বেশি হয়েছে।

উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খিস্ট্রন পাড়া গ্রামের কৃষক সুকুমার বলেন, এবার ৪০ শতক জমিতে মুলা চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। তবে বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছি। এখন উৎপাদন খরচ ওঠা নিয়েই চিন্তায় রয়েছি।

সবজি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, বাজারে এখন সব সবজি পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির দাম বেশি হলেও মুলার দাম কমেছে। ক্রেতা মহব্বত মিয়া বলেন, বাজারে সব সবজি পাওয়া গেলেও দাম বেশি। তবে হঠাৎ মুলার দাম কমে যাওয়ায় ভালো হয়েছে। এখন নিম্ন আয়ের মানুষজন সহজে কিনতে পারবে।

উপজেলা কৃষি সূত্রে জানা যায়, বাজারে এখন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। শুরুতে মুলা বাজারে আসায় দাম বেশি ছিলো। তবে অন্যান্য সবজি বাজারে চলে আসায় মুলার দাম কমেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //