টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে জালিয়ারদ্বীপ এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নাফনদী সংলগ্ন জালিয়ারদ্বীপ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন, উখিয়া কুতুপালং ২৭নম্বর শরনার্থী শিবিরের ব্লকএ/৯ শেল্টার নম্বর২৮৮৫৭৫ বাসিন্দা মো. রফিকের ছেলে মো. জোবায়ের (৩২)।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান(পিএসসি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন ইয়াবাপাচারকারী মিয়ানমার থেকে নাফনদী সাতঁরিয়ে জালিয়ারদ্বীপ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তাসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা প্রায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //