সুন্দরবন-১১ লঞ্চে খুন হওয়া যুবকের পরিচয় মিলেছে

বরিশালে ঢাকা-বরিশাল নৌরুটের এমভি সুন্দরবন-১১ লঞ্চে খুন হওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে।

ওই যুবকের নাম শামীম সরদার (২২)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুকিলা গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে এবং তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ওই লঞ্চের ছাদ থেকে শামীমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। 

বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের ভাষ্যমতে ওই যুবক সোমবার একাই ঢাকা থেকে এমভি সুন্দরবন-১১ লঞ্চে বরিশালের উদ্দেশে রওয়া হয়। এরপর লঞ্চটি ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল নদী এসে নোঙর করে। যাত্রীরা নেমে যবার পরে ঝাড়া-মোছা করতে গিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ স্টাফরা ছাদের ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে নৌ থানায় খবর দেয়।

তিনি আরো বলেন, নিহত যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার পেটে ও বুকে একাধিক ছুরির আঘাত রয়েছে। উপর্যপরি ছুরিকাঘাতের কারণে তার পেটের ভূঁড়ি বেড়িয়ে গেছে। আর এটি যে হত্যাকাণ্ড সেটা নিশ্চিত। তবে কি কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //