নাটোরে মাস্কের ব্যবহার নিশ্চিতে প্রশাসনের অভিযান

করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে নাটোরে প্রচারাভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এ অভিযান।

এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী ও সিভিল সার্জন মিজানুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই প্রচার অভিযানে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য আমরা প্রচার অভিযান শুরু করেছি। আগামী রবিবার (১৫ নভেম্বর) থেকে শতভাগ মাস্ক পরিধানের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে সংক্রমণ আইনে তাকে জেল-জরিমানা করা হবে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গাড়িচালক, চালকের সহকারী এবং যাত্রীরা মাস্ক না পরলে কোনো গাড়ি শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে চাই।

প্রচার অভিযানে প্রধান অতিথি সংসদ সদস্য বলেন, নাটোরের জেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিকরা মিলে আমরা করোনার প্রথম ধাপ মোকাবিলা করেছি। অনেক দেশ যখন দ্বিতীয় ধাপ মোকাবিলা করার প্রস্তুতি গ্রহণ করেনি, তখন প্রধানমন্ত্রী সব প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সবাই মিলে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলা করবো।

পরে প্রচারাভিযান থেকে বিভিন্ন যানবাহনের যাত্রী, পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //