প্রথমবারের মতো বিদেশি বাণিজ্যিক জাহাজে পূর্ণতা

প্রথমবারের মতো বিদেশি বাণিজ্যিক জাহাজে পূর্ণতা পেলো মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটি।

সম্প্রতি এক সাথে পাঁচটি জাহাজ বন্দর জেটিতে সারিবদ্ধভাবে ভিড়েছে।

এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। ফলে পুরো জেটিজুড়ে ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এখন বন্দর জেটিতে রয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী মেশিনারি পণ্য বোঝাই এমভি ডেইসি, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি কোটারিয়া ও কোটাহরম্যাট, পানামার পতাকাবাহী মেশিনারি পণ্য বোঝাই হনর পেসক্যার্ডস এবং মালয়েশিয়ার পতাকাবাহী গাড়ির জাহাজ এমভি স্টার।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে মোংলা বন্দর ক্রমশই উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, জেটি সম্মুখভাগ ও বন্দর চ্যানেলের নাব্যতা বৃদ্ধিসহ বন্দরের সক্ষমতা বাড়ায় একই সঙ্গে পাঁচটি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা সম্ভব হয়েছে। এর ফলে বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশি জাহাজে পরিপূর্ণ হয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //