শরীয়তপুরে কুকুরের উপদ্রবে নাজেহাল সাধারণ মানুষ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বিভিন্ন হাটবাজার ও পাড়ামহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ব্যাপক হারে বেড়ে চলেছে। 

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে প্রায় ২০ জন ব্যক্তি আহত হয়েছে। এ নিয়ে ডামুড্যা উপজেলায় মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ডামুড্যা বন্দরের প্রবীণ ব্যবসায়ী খোকন মাদবর জানান, বাজারের প্রধান সড়কসহ সবজির বাজার, মাছ বাজার ও দুধ বাজার এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব সবচেয়ে বেশি।

সরেজমিন দেখা যায়, শহরের সরকারি ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয় রোড, হাসপাতাল রোড, কলেজ রোড ও জয়ন্তী নদীর পাড়ের নতুন রোডে বেওয়ারিশ কুকুরের দল ঘুরছে। এতে পথচারীদের আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়।

এ বিষয়ে হোটেল ব্যবসায়ী ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল শরিফ জানান, সকালে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় ১০ থেকে ১২টি কুকুর সামনে পড়ে। ভয়ভীতির মধ্য দিয়ে নামাজে যেতে হয়। এছাড়া বাজারের কসাইরা কুকুরকে কুপিয়ে জখম করে। পরে কুকুরের ক্ষতস্থান পচে দুর্গন্ধ বের হয়। তখন এসব কুকুরের পাশ দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে পৌর মেয়র হুমায়ুন কবির জানান, সরকারি নির্দেশের কারণে বর্তমানে পৌর এলাকায় কুকুর নিধন অভিযান বন্ধ রয়েছে। তবে কুকুরের উপদ্রব বৃদ্ধির বিষয়ে জনভোগান্তির কথা আমরা অবগত। সরকারি নির্দেশনা পেলে যথাসময়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //