বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের সড়ক

টানা বৃষ্টিতে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থান তলিয়ে গেছে। বৃষ্টিতে প্রধান সড়ক ডুবে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে চলে গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্য রাত থেকে সারাদিন মুশলধারায় বৃষ্টি হওয়ায় প্রধান সড়ক সহ অলি গলি পানিতে সয়লাব হয়ে গেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৮ টা পর্যন্ত সড়কে হাঁটু সমান পানি রয়েছে।

দীর্ঘ বছর ধরে শহরের জলাবদ্ধতা সমস্যা উত্তরণের পথ খুঁজেও সমাধান মিলছেনা। ফলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ।
 
প্রতি বছর ভারী বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। সড়ক-উপসড়কের নাজুকতা, ড্রেইন দখল ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় জলাবদ্ধতার মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

শহরের সড়ক-উপসড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। উঠে গেছে কার্পেটিং। বৃষ্টিপাতে অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। রাস্তার গর্তগুলো মিনি পুকুরে রূপ নিয়েছে। জলাবদ্ধতায় রাস্তার গর্ত বুঝার উপায় নেই।


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। ভঙ্গুর সড়কগুলো আরো ভঙ্গুর হয়ে বেহাল অবস্থায় পরিণত হচ্ছে। এর মধ্যে কক্সবাজার শহরের প্রধান সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

শহরের কালুর দোকান, বড়বাজার, বাহারছড়া, বার্মিজ মার্কেট, বাসটার্মিনাল, উপজেলা বাজার ও লিংকরোড়সহ নানা স্থানে ভারি বর্ষণে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এসব স্থানে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে গর্ত হয়ে বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হচ্ছে।

বার্মিজ মার্কেটের ব্যবসায়ী আজিজ উদ্দিন বলেন, এমনিতেই সারাবছর এ সড়ক নিয়ে কষ্টে আছি আমরা তার মধ্যে বর্ষা এলেই আমাদের কষ্টের সীমা আরও তীব্র হয়ে উঠে। রাস্তার পানি দোকানে ঢুকে মালামাল নষ্ট হয়ে যায়। পানিতে মালামাল নষ্ট হয়ে লোকসান গুণতে হয়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //