ভারত সীমান্তের ভেতরে ২ বাংলাদেশি সহোদরের লাশ

ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তের ১৫-২০ ফুট ভেতরে পড়ে আছে দুই বাংলাদেশি সহোদরের লাশ। 

তারা হলেন- পরশুরাম পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮) ও মো. স্বপন (২৪)।

এদিকে সীমান্তের ওপারে হওয়ায় দুই ভাইয়ের লাশ এখনো কেউ উদ্বার করেনি।  

আজ রবিবার (১৮ অক্টোবর) ভোরে ভারত সীমান্তের ভেতরে দুইজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ৮নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন। 

তিনি বলেন, ঘটনাস্থলটি ভারত সীমান্তে এবং লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে কিভাবে তারা মারা গেছেন তা এখনো বলা যাচ্ছে না।

পরশুরাম থানার ওসি শওকত হোসেন দুইজনের লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছেন বলে জানান।

ফেনী-৪ এর বিজিবি লেফটেন্যান্ট কমান্ডার (সিও) নাহিদ জানান, দুইজন লাশের খবর আমরা পেয়েছি। বেসিক্যালি ওরা মাছ ধরে। তাদের মৃতদেহ পর্যবেক্ষণে বোঝা গেছে- মাছ ধরতে গিয়ে ঠান্ডা লেগে মারা গেছে। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে এবং যা করা দরকার সেটি করবে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করবে বিএসএফ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //