করোনায় স্কুলশিক্ষক স্বামীর মৃত্যু, স্ত্রীও আক্রান্ত

করোনা আক্রান্ত হয়ে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ার শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী (৫৭) মারা গেছেন। 

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আরিফুলের স্ত্রী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীও (৪৭) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে পাঁচদিন আগে অসুস্থ হন আরিফুল ইসলাম। তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরিফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গতকাল (শুক্রবার) বিকেলে করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে এবং ওইদিন রাত ৮ টার দিকে তিনি মারা যান।

এদিকে, প্রায় আট মাস আগে আরিফুল ইসলামের বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী চৌধুরী নাইম মাহমুদ আরমান অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন। সেই শোকে স্কুলশিক্ষক আরিফুল ভেঙে পড়েন। শুক্রবার রাত ৪টার দিকে বড় ছেলে আরমানের কবরের পাশে বাবা আরিফুলকে দাফন করা হয়েছে। 

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বলেন, স্কুলশিক্ষক আরিফুল-আসমা দম্পতি করোনা আক্রান্ত ছিলেন। এর মধ্যে আরিফুল ইসলাম মারা গেছেন। আর স্ত্রী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন। 

সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান, গত ২৪ ঘন্টায় নড়াইলে নতুন করে ২২জনের করোনা শনাক্ত হয়েছে। 

এর মধ্যে নড়াইল সদরে পুলিশ সুপারসহ ১৬জন এবং লোহাগড়া উপজেলায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইলে মোট ৫০৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ২১২ জন সুস্থ হয়েছেন এবং নয়জন মারা গেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //