কুমিল্লায় করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে করোনা  পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন ও  করোনা উপসর্গ নিয়ে ৭৯ জন চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মৃত, কুমিল্লার চান্দিনার ইউসুফ আলী (৪৯)। আইসিইউতে মারা যান কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার নাবিল(২৮), কুমিল্লার দেবিদ্বারের তালতলা গ্রামের হাজী জব্বার (৮০), কুমিল্লা সদরের বলরামপুরের রিনা আক্তার (৫২) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুদু মিয়া (৬৪)।

প্রসঙ্গত, এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৮ জন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১৩২ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //