সীতাকুন্ডে করোনায় সাবেক আ.লীগ নেতার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাহ আলম (৪৬) মারা গেছেন।

শনিবার (১৩ জুন) রাত ১১ টায় চট্টগ্রামের জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সীতাকুন্ড পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার থেকে গায়ে জ্বর ও কাশিতে ভুগছিলেন ইঞ্জিনিয়ার শাহ আলম। এরপর বুধবার তার শ্বাসকষ্ট দেখা দেয়।

সেদিন রাতে তাকে ফৌজদারহাটস্ত বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। 

সেখান থেকে অবস্থার অবনতি হলে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এ পর্যন্ত সীতাকুন্ডে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৫ জন। করোনা মুক্ত হয়েছেন ৭০ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //