কুষ্টিয়ায় মাস্ক না পড়ায় ৩০ জনকে জরিমানা

কুষ্টিয়া শহরে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের প্রত্যেককে একটি করে জেলা প্রশাসনের তৈরি কাপড়ের মাস্ক উপহার দেয়া হয়।

শুক্রবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়া শহরে এবং শহরের আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও খাদিজা খাতুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, করোনাভাইরাসের সংক্রামণ রোধে মাস্ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এ সময়  ৩০ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করা হয়। সেই সাথে তাদের প্রত্যেককে ১টি করে কাপড়ের মাস্ক দেয়া হয়।

তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদফতরসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মাস্ক পরিধানের গুরুত্ব ও শাস্তি আরোপের বিষয়টি প্রচার প্রচারণার পরও না মানায় জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলার হাট-বাজার, গণপরিবহনসহ যে কোনো পাবলিক প্লেসে মাস্কবিহীন যে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //