আমতলী চা বাগানে সংক্রমণ প্রতিরোধে সভা

সাজানো আমতলী চা বাগানটি হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার প্রায় ৬০০ একর জমিতে অবস্থিত। শ্রমিক সংখ্যা ৫৫০। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এ মৌসুমে বাগানটিতে উন্নতমানের চা পাতা উৎপাদন অব্যাহত আছে।
 
রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বাগানে (চা ফ্যাক্টরি)  করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সচেতনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে কিভাবে চা পাতা উৎপাদন অব্যাহত রাখা যাবে এ সংক্রান্ত বিষয়ের উপর শ্রমিকদের মাঝে ব্রিফিং করেন কল কারখানা অধিদপ্তরের মহা-পরিচালক মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, ফ্যাক্টরি ইনচার্জ এম কায়সার, টিলাবাবু রঞ্জিত কৈরি ও এনামুল হকসহ প্রমুখরা। সভায় বর্তমান পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, এ আলোচনা শ্রমিকদের কল্যাণ হবে। সেই সাথে বাগানের জন্যও বিরাট উপকার হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //