সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো

ঢাকার সাভার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানিয়েছেন, আজ রবিবার (৭ জুন) পর্যন্ত এ উপজেলায় মোট ৫৬২ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সর্বশেষ শনিবার এ উপজেলায় ২০ জনের এ রোগ শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন।

গতকাল শনিবার (৬ জুন) সাভারে ৮০ বছর বয়সী এক করোনা রোগী নিজ বাড়িতে মারা গেছেন। তার করোনাভাইরাস শনাক্ত হয় ১৭ মে।

এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। স্বজনদের বরাত দিয়ে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ এ তথ্য জানিয়েছেন।

ফেরদৌসি আক্তার বলেন, এ উপজেলায় মোট ২৪২৬ জনের পরীক্ষায় ৫৬২ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন সাতজন। হোম আইসোলেশনে রয়েছেন ২৩৮ জন, অন্যরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //