চাটমোহরে প্রাইভেটকার খাদে পড়ে আহত ৩

পাবনার চাটমোহর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অফিস এলাকায় বুধবার (২৭ মে) বিকেলে সেনাবাহিনীর স্টিকার যুক্ত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৯৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় আহত হন- প্রাইভেটকারের চালক মেজর রেজার ছেলেসহ ৩ জন। আহতরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চক উথুলী (মেলা শাহপুর) এলাকার ইছাহাক আলীর ছেলে চঞ্চল (৪৫), অব: মেজর রেজার ছেলে (চালক) রওশান (১৬) ও শওকত আলীর ছেলে শাওন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর বাইপাস সড়কে দ্রুত গতিতে ছুটে এসে প্রইভেটকারটি পল্লীবিদ্যুৎ অফিস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে যায়। আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রওশান ও চঞ্চলকে ঢাকা ও শাওনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চাটমহোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান জানান, আহত ৩ জনই মাথা ও বুকে আঘাত পেয়েছে। প্রাইভেট কারটিতে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর কাজে নিয়োজিত (সি.ডি.এ) স্টিকার লাগানো ছিলো। ঘটনার এক ঘণ্টা পরে চাটমোহর ফায়ার সার্ভিস প্রাইভেটকার টি উদ্ধারের চেষ্টা শুরু করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //