জামালপুরে বোরো ধান সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচন

জামালপুরে বোরো ধান ক্রয়ে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষকের তালিকা প্রকাশ করেছে সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩ হাজার ৪৮৫জন কৃষককে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদ, সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আসাদুজ্জামান খান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, জামালপুর সদর উপজেলার ৪৩ হাজার ২২৪ জন কৃষকের আবেদন যাচাই বাছাই শেষে ৩৯ হাজার ১৫৭ জন কৃষক লটারিতে অংশগ্রহণের সুযোগ পান। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩ হাজার ৪৮৫ জন কৃষকের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিত কৃষকদের ভেতর ২ হাজার ২৬২ জন ক্ষুদ্র, ৮৪৭ জন মাঝারি ও ৩৭৬ জন বড় কৃষক।

স্থানীয় খাদ্য দপ্তর জানায়, ২৬ টাকা দরে ক্ষুদ্র কৃষক ১ হাজার কেজি, মাঝারি কৃষক ১ হাজার ৬০০ কেজি ও বড় কৃষক ২ হাজার কেজি ধান বিক্রির সুযোগ পাবেন। তাদের কাছ থেকে ৪ হাজার ৫২০ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে।

চলতি বোরো মওসুমে জেলায় ২২ হাজার ৬৭১ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //