খাগড়াছড়িতে অনলাইনে চলছে পাঠদান, স্বস্তিতে অভিভাবকরা

করোনাভইারাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল ও কলেজ বন্ধের সময় যাতে শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে না পড়ে সেজন্য খাগড়াছড়িতে অনলাইন পাঠদান শুরু করেছে  অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

এছাড়া জেলার ৪ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ টিভির মাধ্যমে ঠিকমত পাঠদান গ্রহণ করছে কিনা তা তদারকি করছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। বাংলাদেশ টেলিভিশনের সংসদ টিভির দূর শিক্ষণ অনুষ্ঠানের মাধ্যমে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন প্লাটফর্ম ব্যবহারের তাগিদ দিলেন জনপ্রতিনিধিরা।

করোনাভাইরাসের কারণে দেশের সব প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে বন্ধ করছে সরকার। সংক্রামণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দফায় দফায় বাড়ানো হচ্ছে ছুটির মেয়াদ। অঘোষিত লকডাউনে ঘরবন্দি হয়ে বেশিরভাগ শিক্ষার্থী পার করছে অলস সময়।

স্কুল ও কলেজ বন্ধের সময় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে অনলাইনে পাঠদান শুরু করেছে জেলার  অন্যতম প্রধান বিদ্যাপীঠ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এর মাধ্যমে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাঠদান,গ্রুপ ডিসকাশনসহ সবই চলছে অনলাইনে।  ফলে যথাসময়ে সিলেবাস শেষ করার কথা বলছে শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইন ক্লাসের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন  সংশ্লিষ্টরা। ইতোমধ্যে জেলার সব প্রাথমিক অনলাইনে কার্যক্রম শুরু তাগিদ দিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছে, এমন পরিস্থিতিতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে শিক্ষকেরা অনলাইনে ক্লাস শুরু করেছেন।  এতে আমরা ঘরে বসেই পড়াশোনা করতে পারছি। ঘরে বসেই পড়াশোনা চালাতে পারছি। এতে ঠিক সময়ে আমাদের সিলেবাসও শেষ হবে।

জেলা শহরে একাধিক শিক্ষকেরা বলছেন, ছুটির মধ্যেও যেন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল থাকে একারণে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

ফেসবুক ম্যাসেঞ্জার, গুগল ক্লাস রুম, জুম অ্যাপ, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লে. কর্নেল কামরুজ্জামান জানান, আমাদের শিক্ষার্থীরা যাতে করোনাকালীন বন্ধে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে পাঠদান শুরু হয়েছে। আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিচ্ছে ,তাদের পড়াশোনা দেখাশুনা করছে। আশা করি বন্ধেও সময় শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে না।

জেলার ৪ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ টিভির মাধ্যমে ঠিকমত পাঠদান গ্রহণ করছে কিনা তা তদারকি করছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, সংসদ টিভির মাধ্যমে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা শিক্ষকরা তা তদারকি করছেন। যতদিন স্কুল বন্ধ থাকবে ততদিন এই প্রক্রিয়া চলমান থাকবে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইন ক্লাসের আওতায় আনার তাগিদ দিয়েছে   খাগড়াছড়ি জেলা পরিষদের কংজরী চৌধুরী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //