পাবনায় হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

পাবনা সদর থানাধীন ইসলামপুরের একটি হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। 

ইমপেল ল্যাবরেটারি নামে ওই কারখানা থেকে এক হাজার ৭২৭ বোতল ভেজাল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে। 

এসময় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানার মালিক রফিকুল ইসলামকে ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে র‍্যাব ১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে ইমপেল ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন এক হাজার ৭২৭ বোতল হ্যান্ড সানিটাইজার জব্দ করা হয় ও কারখানার মালিককে এর জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হ্যান্ড স্যানিটাইজার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //