মির্জাপুরে ঢাকা ফেরত ২ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুর ইপজেলায় ঢাকা ফেরত এক নারীসহ নতুন করে আরো দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  

করোনা আক্রান্ত দুই রোগীর আশপাশের ১১০ বাড়ি লকডাউন করা হয়েছে এবং আক্রান্তদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন যে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তারা ২৪ এপ্রিল ঢাকা থেকে মির্জাপুরে গ্রামের বাড়ি আসেন। একজন আসেন ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে। তিনি সেখানে স্বর্ণের দোকানে কাজ করেন। আর আক্রান্ত নারী ঢাকায় বোনের বাসা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। 

ঢাকা থেকে ফেরার খবরে রবিবার তাদের দুজনের বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন। পরে গতকাল সোমবার রাতে তাদের করোনা শনাক্তের বিষয়টি মির্জাপুরের স্বাস্থ্য বিভাগ জানতে পারে।

মির্জাপুরে এ পর্যন্ত ১৫২ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হলো।

এর আগে মির্জাপুরে আসা নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে কাজ করা ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ৭ এপ্রিল তাকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ হয়ে ২৩ এপ্রিল তিনি বাড়িতে ফেরেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //