শেরপুরে স্টোরকিপার করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

শেরপুরের ঝিনাইগাতীতে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) স্টোরকিপার (৩৫)।

সোমবার (১৩  এপ্রিল) সন্ধ্যায় শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ আরো এক রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তার বাড়ি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনজনে এবং জেলায় মোট ৬ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন জানান, গত ৯ এপ্রিল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

গত ১১ এপ্রিল তার সংস্পর্শে আসা হাসপাতালের চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগে করোনা পরীক্ষায় তাদের মধ্যে হাসপাতালের স্টোরকিপারের দেহে করোনা পজিটিভ হয়।

ইউএনও রুবেল মাহমুদ বলেন, যেহেতু উপজেলা হাসপাতালের দুই স্টাফের করোনা পজিটিভ হয়েছে, তাই হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

একই সঙ্গে ওই স্টোরকিপারের গ্রামের বাড়ি মালিঝিকান্দা ইউনিয়নের ১৫ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //