করোনা আতঙ্ক: ধান কেটে দিচ্ছেন রাষ্ট্রপতিপুত্র তৌফিক

করোনাভাইরাস আতঙ্কে হাওরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটের কথা চিন্তা করে হাওরের কৃষকদের ধান কেটে দিচ্ছেন রাষ্ট্রপতিপুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্বহাটির বড়বান্দ হাওরে মামুন মিয়া নামে এক কৃষককের পৌনে দুই একর ধান কেটে দিয়েছেন তিনি।

এসময় এলাকার অনেক নেতাকর্মীরা তাকে সহযোগিতা করেন। আজ থেকে প্রতিদিন এমপি তৌফিক হাওরের কৃষকদের ধান কাটবেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) তৌফিক নিজের ফেসবুক পোস্টে ঘোষণা দেন, অষ্টগ্রাম-ইটনা ও মিঠামইনে বোরো ধান কাটার সময় শ্রমিক সংকট হবে। সেই সংকটে তিনি এই তিনটি উপজেলার ছাত্রলীগকে বিনা পারিশ্রামিকে অসহায় কৃষকদের ধান কাটার নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেও তাদের সাথে থেকে ধান কাটবেন।

এদিকে তৌফিকের আহবানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা নিজেদের ফেসবুকে জানিয়ে দিচ্ছেন, নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন তারা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //