জামিন পেলেন কুড়িগ্রামের সেই সাংবাদিক আরিফুল

ভ্রাম্যমাণ আদালতে মধ্যরাতে কারাদণ্ড পাওয়া অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান জামিন পেয়েছেন।

আজ রবিবার (১৫ মার্চ) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা তাকে জামিন দেন। জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যে তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়।

পরে তার স্ত্রী ও সতীর্থ সাংবাদিকরা তাকে কারাফটকে বরণ করে নেন।  

জামিনের বিষয়টি নিশ্চিত করে আরিফুলের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জানান, ২৫ হাজার টাকা জামানত রেখে আরিফকে জামিন দেয়া হয়েছে। তবে মামলাটির আপিল চলমান।

অন্যদিকে আরিফের বড় বোন রিমা আক্তার জানান, পরিবারের পক্ষ থেকে জামিনের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তারা আরিফের জামিন আবেদন করেননি। তারা আরিফের জামিন চান না, নিঃশর্ত মুক্তি চান।

শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে আরিফুলকে মাদকবিরোধী অভিযানে আটক ও পরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযানের সময় মাদকসহ তাকে আটক করা হয় বলে দাবি করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

তবে আরিফুলের স্ত্রী মোস্তারিমা সরদার বলেন, মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে ঢুকে আরিফুলকে পিটিয়ে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় এবং তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি।

আরো পড়ুন:

সাংবাদিককে মধ্যরাতে তুলে এনে দণ্ডিত করার ঘটনা বেআইনি: টিআইবি

মধ্যরাতে সাংবাদিককে তুলে নিয়ে জেল-জরিমানা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //