টাঙ্গুয়ার হাওরে দুর্বৃত্তের হামলায় আহত ১০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের আলমদুয়ার জলমহালে একদল দুর্বৃত্তের হামলায় গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় কমিটির নেতাসহ দশজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল হালিম, কমিউনিটি গার্ড সুপার ভাইজার বাবুল মিয়া,গার্ড স্বপন সরকার,মিলন মিয়া,আফিস আলীসহ আরো ৫ জন। এর মধ্যে আবদুল হালিমকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টাঙ্গুয়ার হাওরের কমিউিনিটি গার্ড ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরের আলমদুয়ার নামে একটি বড় জলমহালে উপজেলার গোলাবাড়ি গ্রামের মুক্তারের ছেলে খসরুল আলমের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে তিনটি নৌকায় করে ১২-১৪ জনের একটি স্বশস্ত্র দুর্বৃত্তের দল কোনাজাল ও কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ লুটতে নামে। প্রায় লক্ষাধিক টাকার মাছ লুটের পর খবর পেয়ে টাঙ্গুয়ার হাওর নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন কমিউনিটি গার্ড বেলা সাড়ে ১০টার দিকে মাছ লুটে বাঁধা দিতে গেলে লুটেরাচক্র দেশীয় অস্ত্র নিয়ে গার্ডদের ওপর হামলা চালায়।  পরে  তাহিরপুর উপজেলার ইউএনও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি  অভিযান চালিয়ে মাছ লুটে ব্যবহৃত দুর্বৃত্তদের একটি নৌকা ও বিপুল পরিমাণ জাল আটক করেন। আটক জালগুলো আগুনে পোড়ানো হয় আর নৌকাটি ভেঙে দেয়া হয়।

টাঙ্গুয়ার হাওর নিরাপত্তার কাজে থাকা আহত সুপারভাইজার সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান,উপজেলার গোলাবাড়ির খসরুলের নেতৃত্বে ওই গ্রামের ডালিম,সেলিম,রিপন মিয়া,মাসুম মিয়া,শিবলু,নাঈম,নবীনুর সজিবসহ ১২-১৪জনের একটি দল মাছ লুটে নিয়ে যায় এবং রামদা,লাঠিসোটা দিয়ে হামলা করে আমাদেরকে আহত করেছে।

তাহিরপুর উপজেলার ইউএনও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি বলেন,টাঙ্গুয়ার হাওরে মাছ লুট ও হামলার খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //