আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে ‘নব্য জেএমবির স্ত্রী’ আটক

ঢাকার আশুলিয়ার গকুলনগর এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ভবন থেকে শাইলা শারমীন (২৫) নামে এক নারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। তিনি নব্য জেএমবির আইটি সদস্য তানভীরের স্ত্রী বলে দাবি করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

এর আগে বিকেল ৫টা থেকে গকুলনগর বাজারের পাশে সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখে পুলিশ। 

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার জানান, বগুড়া পুলিশের সহায়তায় আমাদের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই বাড়িটির সন্ধান পান। এখানে নব্য জেএমবির সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে বলে আমরা জানতে পারি। পরে আজ বিকেল থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য তানভীরের স্ত্রী শাইলা শারমীনকে আটক করা হয়। এরপর বাড়িটিতে তল্লাশি করে আমরা কিছু পেট্রল বোমা, সংক্রিয় কিছু সরঞ্জামাদি, খেলনা পিস্তলসহ দূর থেকে হামলা চালানোর মত সরঞ্জামাদি পেয়েছি।

তিনি আরো জানান, দুই বছর ধরে দুই তলা বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। জানুয়ারির প্রথম দিকে তানভীর ও শাইলা দম্পতি এই বাড়িটি ভাড়া নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি (আইআইটি) বিভাগের শিক্ষার্থী তানভীর। তানভীর নব্য জেএমবির আইটি সদস্য। তাকে ধরতে অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //