ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় আ.লীগ: কাদের

আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।’

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের ছাড় দেয়া হবে না।’

রাজশাহী সার্কিট হাউসে আজ রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে রাজশাহী এসেছেন তিনি।

কাদের বলেন, ‘যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। মাদক, জুয়া, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান। প্রথমে ঘর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সবখানে এ অভিযান চালানো হবে।’

তিনি বলেন, ‘ক্যাসিনো কাণ্ডসহ নানা অনিয়মে যাদের নাম এসেছে তারা সবাই নজরদারিতে আছেন। কেউ পার পাবে না। এছাড়া দলের মধ্যে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এ অভিযান শুধু ঢাকায় নয়, সারাদেশেই চলবে।’

যুবলীগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে সব যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, তারা প্রত্যেকেই নজরদারিতে আছেন।’ 

যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না তা পরে জানা যাবে। তবে তিনি আত্মগোপনে নেই।’

আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে রাজশাহী যান ওবায়দুল কাদের। রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউসে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌমন্ত্রী খালেদ মাহামুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। পরে তারা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //