আবোল-তাবোল বকে ভাইরাল হলেই হিট: বাপ্পারাজ

ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পরাজ। দীর্ঘ দিন ধরে অভিনয়ের সাথে যুক্ত না থাকলেও বাংলা সিনেমা ইন্ডাষ্ট্রির অসঙ্গতি দেখলে মন কাঁদে তার। তাই মুখ খুলতেও ছাড়েন না তিনি।

এর আগে বহুবার শিল্পী সমিতির নানা বিষয় নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই নায়ক। এবার কথিত সাংবাদিক ও ভাইরাল লোভী কিছু সেলিব্রেটিদের উপর ক্ষোভ ঝাড়লেন তিনি।

গতকাল রবিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন বাপ্পারাজ। সেখানে তিনি লিখেছেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোন ব্যাপার না। হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা বিদ্যাবুদ্ধির দরকার নাই কোন দায়বদ্ধতা নাই ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হল। আবোল-তাবোল প্রশ্ন করবেন।’

সাংবাদিকদের সমালোচনা করেই ক্ষান্ত হননি তিনি। তার কথায় উঠে এলো রুচির দুর্ভিক্ষের কথাও। বললেন, ‘আর সেলিব্রেটি হওয়া আরো সহজ, ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন, আর তাতেই ভাইরাল, আপনি হিট বিশাল সেলিব্রেটি। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’

তার পোস্টের মন্তব্য করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘নানান স্বার্থচিন্তায় এইরকম চাঁছাছোলা সত্য কথা আমাদের তথাকথিত সেলিব্রেটিরা কেউই বলেন না। আপনার স্পষ্টবাদিতায় বরাবর মুগ্ধ হই, প্রিয় বাপ্পারাজ।’

আরেকজন লিখেছেন, ‘আপনার পিতা কতো সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই যুগের সাথে এখনকার আকাশ-পাতাল তফাৎ।’

নাঈমুর রহমান লিখেছেন, ‘ঠিক তাই। আমরা এখন চরম দুর্ভিক্ষের মাঝেই আছি।’

এর আগে শিল্পী সমিতির নির্বাচনে কিছু নোংরামি নিয়ে প্রতিবাদ করেছেন বাপ্পা। সেই সঙ্গে প্রতিবাদ করেছেন ঢাকা ১৭ আসনে নির্বাচনে শিল্পীদের মনগড়া দাবি ও শিল্পীদের মাতামাতি নিয়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //