ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

আসন্ন ঈদে এক ডজনের মতো সিনেমা মুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত ছয়টি সিনেমা মুক্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেছে। এগুলো হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’। এসব সিনেমার মধ্যে প্রিয়তমার কাজ এখনো শেষ হয়নি। এ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান।

শাকিবের সাথে জুটি বেধেছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি নির্মাণের পরিকল্পনা হয় আজ থেকে পাঁচ বছর আগে। যদিও তখন এর নায়িকা হওয়ার কথা ছিল শবনম বুবলীর। বুবলীই এ সিনেমার বিষয়ে কথা বলতে শাকিব খানের সঙ্গে হিমেল আশরাফের পরিচয় করিয়ে দিয়েছিলেন। গল্প পছন্দ হওয়ায় শাকিব নিজেই সিনেমাটি প্রযোজনার ইচ্ছা প্রকাশ করেন। সে সময় ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘোষণাতেই সীমাবদ্ধ থাকে। এরপর জল গড়ায় অনেকদূর। অবশেষে সেই ‘প্রিয়তমা’ পর্দায় দেখা দিচ্ছে প্রযোজক আরশাদ আদনারের মাধ্যমে। তিনিই মৃতপ্রায় প্রিয়তমাকে জীবিত করার সিদ্ধান্ত নেন। শাকিব খানই থাকেন নায়ক, হিমেল পরিচালক। শুধু নায়িকার জায়গায় আসে পরিবর্তন। বুবলীর আসনে বসেন কলকাতার ইধিকা। কুরবানির ঈদে মুক্তির ঘোষণা দিয়েই এর নির্মাণ কাজ শুরু হয়। দৃশ্যায়ন ও গানের কাজ শেষ বলেই জানিয়েছেন নির্মাতা। এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। বলা হচ্ছে, শাকিবের ক্যারিয়ারের সর্বোচ্চ রেন্টাল দিয়ে হল বুকিং করা হচ্ছে এ সিনেমার।

এবারের ঈদে শাকিবকে টক্কর দিতে আসছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম ‘সুড়ঙ্গ’। নির্মাতা রায়হান রাফি। গত বছর কুরবানি ঈদে ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির চাকা রীতিমতো ঘুরিয়ে দিয়েছিলেন এ নির্মাতা। তার অভিনয়শিল্পীদের মতো তারও একটি ভক্তকুল তৈরি হয়েছে। অবশ্যই সেটা তার নির্মাণের।

তাই ‘সুড়ঙ্গ’ নিয়ে সাধারণ দর্শকদের একটি আলাদা চাহিদা আছে। এছাড়া নিশোও যেহেতু প্রথমবার সিনেমায় অভিনয় করছেন, স্বভাবতই তার ভক্তরা সেটি দেখতে ‘মিস’ করবেন না। এ সিনেমার নায়িকা তমা মির্জা।

এদিকে নির্মাতা দীপঙ্কর দীপনের নির্মিত ‘অন্তর্জাল’ ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার নায়ক নায়িকা সিয়াম ও বিদ্যা সিনহা মিম। ঢাকাই সিনেমায় ‘কাটতি নায়ক’ হিসাবে নিজের সে রকম কোনো অবস্থান তৈরি করতে না পারলেও অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই সিয়ামের। অন্যদিকে গত বছরের ‘পরান’ দিয়ে মিমও দেখিয়ে দিয়েছেন জাত অভিনেত্রীদের মধ্যে তিনিও অন্যতম।

নির্মাতা সৈকত নাসির ভালো কাজ করেন। কিন্তু তার নির্মিত সিনেমাগুলোর দৃশ্যপট হুটহাট হাজির হয়। দ্রুত গল্প বলার তাগিদ রয়েছে তার মধ্যে। ফলে একটি দৃশ্যের সঙ্গে আরেকটি দৃশ্যের যোগাযোগ ঘটানোর যে কারিশমা সেখানে তিনি কিছুটা দুর্বল। তার নির্মিত মুক্তিপ্রাপ্ত আগের সিনেমাগুলোর ক্ষেত্রে এমনটাই দেখা গেছে। তার পরিচালনায় ঈদের মুক্তি প্রতীক্ষিত ‘ক্যাসিনো’ নিয়ে অবশ্য সিনেমার নায়ক নিরব বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেছেন, ঈদে ‘প্রিয়তমা’ বাদে অন্য সিনেমাগুলোর সঙ্গে ‘ফাইট’ দেওয়ার মতো সিনেমা ‘ক্যাসিনো’। তার ভাষায়, ক্যাসিনো প্রিয়তমার চেয়ে দুর্বল। কেন বলেছেন সেটি তিনি নিজেই জানেন। তবে এটা বোঝা যায়, তিনি শাকিবের সঙ্গে বিবাদে যেতে চাননি। নাহলে প্রিয়তমার সঙ্গে কেন ফাইট দিতে পারবেন না? তবে ‘ক্যাসিনো’র নায়িকা শবনম বুবলী কিন্তু এ সিনেমাটি নিয়ে আশাবাদী।

অনেক বছর পর বড় পর্দায় ফিরছেন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’ সিনেমাটির গান ও টিজার দিয়ে এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে এখনো তিনি ফুরিয়ে যাননি। নির্মাতা হিসাবে চয়নিকার এটি দ্বিতীয় পরীক্ষা। আর এ সিনেমার নায়িকাও বুবলী। এ সিনেমার মাধ্যমে দর্শক ভিন্ন একটি রসায়ন উপভোগ করতে পারবেন, অন্তত এটুকু বলা যায়।

গত রোজার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাস আওয়াজ দিয়েছিলেন তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি দেবেন। কিন্তু সেটা আওয়াজেই সীমাবদ্ধ ছিল। কুরবানির ঈদে এসে জানিয়েছেন নিশ্চয়তার কথা। কিন্তু নিশ্চয়তা কতক্ষণ বজায় থাকবে সেটা বলা মুশকিল। আপাতত ধরে নেওয়া যাচ্ছে লাল শাড়ি পরে অপু ঈদে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। বন্ধন বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত।

এক সময় অপুর তুমুল জনপ্রিয়তা থাকলেও সেটা পর্দায় এখন প্রতিফলিত হয় না। তবু অপেক্ষা করতে হবে, তার ভক্তকুল নায়ক সাইমন সাদিকের সঙ্গে তাদের প্রিয় নায়িকার সিনেমাটি পার করতে কতটা সদয় হন। 

এছাড়াও ডিপজলের ‘জিম্মি’ নামে একটি সিনেমা ঈদে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন এ অভিনেতা। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। অন্যদিকে শবনম বুবলী ও রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমাও ঈদে মুক্তির আওয়াজে রয়েছে। এটি পরিচালনা করেছেন মো. ইকবাল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //