শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

আজ রবিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর এফডিসিতে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ তথ্য জানান যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক সায়মন সাদিক।

তিনি বলেন, জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ তা নিয়ম অনুযায়ী তিনটি চিঠি ইস্যু করতে হয়। তার সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পদ বাতিল করতে উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে।

এদিকে জায়েদ খানের বহিস্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেন। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিস্কার দাবি জানান।

এর আগে খ্যাতিমান অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতি।

আইনি লড়াইয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ হারানোর পর অনেকেই আশঙ্কা করেছিলেন জায়েদ খানের সদস্যপদ হারানো বিষয়ে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার এক বছর মাথায় সদস্যপদ স্থগিত করার ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, জায়েদ খান ২ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //