পিস্তলের গুলিতে নায়কের মৃত্যু, খুনি নায়িকা?

সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। নকল পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কী বা হতে পারে হত্যার উদ্দেশ্য?

এসব প্রশ্নের উত্তর মিলবে আজ। ঈদের দিন রাত ৮টায় চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘ফ্লোর নম্বর ৭’।

এই ওয়েব ফিল্মে শবনম বুবলী, তমা র্মিজার সঙ্গে নবাগত নায়ক রাজ মানিয়াকে দেখতে পারবেন দর্শক। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি বেশ পরিচিত মুখ।

‘ফ্লোর নম্বর ৭’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরো অনেককে দেখা যাবে সিনেমাটিতে।

শবনম বুবলী তাঁর নতুন সিনেমা নিয়ে বলেন, ‘এই মুভিটা দিয়ে অডিয়েন্স আমাকে যেভাবে পেয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তা আমার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট।’

প্রথম সিনেমাতেই বুবলী ও তমার বিপরীতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়ে রাজ মানিয়া বলেন, ‘প্রথম থেকেই খুব র্নাভাস ছিলাম আমি। জীবনে প্রথম অভিনয়, তাও সিনেমার জন্য পুরো বিষয়টা আমার জন্য একটু অন্যরকম ছিল। আমার সহশিল্পীরা দুর্দান্ত সহযোগিতা করেছেন। আর বাকিটা র্দশকের ওপর ছেড়ে দিলাম।’

ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //