কাজ আমার বিশ্রামের জায়গা: সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল। তানিম রহমান অংশু পরিচালিত ‘ন’ডরাই’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগরিতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ পেয়েছেন তিনি। তার ক্যারিয়ার ও সমসাময়িক বিষয় নিয়ে সাম্প্রতিক দেশকালের মুখোমুখি হয়েছিলেন-

‘অনেক কষ্ট করেছি। নমিনেশন পেয়েই খুশি ছিলাম। পুরস্কার পেয়ে যাব আশা করিনি। তবে একটা দুঃখ থেকে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে পারিনি’ - এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন সুনেরাহ। 

প্রথম ছবিতেই বাজিমাত করেছেন সুনেরাহ। এখন দায়িত্ব বেড়ে গেছে বলে অভিমত দিলেন তিনি, ‘পুরস্কারটা ভারী অনেক। আমার কাঁধে এখন দায়িত্ব চাপল। এ পুরস্কারের মর্যাদা বজায় রাখার দায়িত্ব।’ 


ভবিষ্যৎ নিয়ে সুনেরাহ অকপটে জানান, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার কাজের ধরন বদলেছে। যে কাজের প্রস্তাব আসবে তা পরিণত মস্তিষ্কে দেখতে হবে। দেশের বাইরে যদি কাজের সুযোগ আসে তাহলে এমনভাবে কাজ করব যাতে বাংলাদেশের সুনাম বাড়ে।’ 

সুনেরাহ আভাস দিলেন নতুন কিছুর। তিনি সম্প্রতি শেষ করেছেন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ সিরিজের স্বল্পদৈর্ঘ্য শংখ দাস গুপ্ত পরিচালিত ‘শূন্য থেকে শুরু’। এখানে তার বিপরীতে আছেন তাহসান খান। ভালোবাসা দিবসের এ কাজ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘শ্রীমঙ্গল ও ঢাকায় কাজটি করেছি। তাহসান ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা চমৎকার। এ কাজটির জন্য ড্রাইভিং, সাইক্লিং শিখেছি। সাইক্লিং পারি, তবে ছোটবেলায় পা ছিলে যাওয়ায় একটা ভয় কাজ করেছে।’

যে সুনেরাহ সার্ফিংয়ের মতো কঠিন একটি কাজ সহজ বানিয়েছেন তিনি ভয় পাবেন? সুনেরাহ স্মিত হেসে ব্যাখ্যা করলেন, ‘পানিকে ভয় পাই না। সার্ফিং শিখতে ভয় লাগেনি কারণ পানি ছিল। পড়লে পানিতে পড়ব। এখানে তো রাস্তা!’


সুনেরাহ কাজ করতে ভালোবাসেন। আলসেমি করে বসে থাকা তার অভিধানে নেই। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমার কাজ করতে ইচ্ছে করে; কিন্তু মনের মতো কাজ পাই না। কাজ আমার বিশ্রামের জায়গা। বসে থাকতে পারি না, কাজে ব্যস্ত থাকতে হয়।’ আরেকটু ব্যাখ্যা করে জানালেন, ‘কোনো মানুষের সাথে সম্পর্ক গড়লে তা সময়ের সাথে বদলে যায়; কিন্তু অভিনয়ের প্রেমটা অন্যরকম। সবসময় একই থাকে। তাই কাজের মাঝেই ডুবে থাকি।’ 

যে সময়ে সুনেরাহ ঢালিউডে এলেন সে সময়ে নানা সংকট বিদ্যমান। এ চ্যালেঞ্জ সুনেরাহ কী করে সামলাবেন? ‘আমি এ ব্যাপারে বেশি কিছু জানি না। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে এসেছি। নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল মনের মাঝে। সবাইকে জানাতে চেয়েছি আমি অভিনয়ও পারি। যাতে সবাই ইতিবাচকভাবে দেখে। তবে এখন ভালো কাজও হচ্ছে। দর্শক দেখছে। যার যোগ্যতা থাকবে সে টিকে যাবে। সেভাবেই কাজ করছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছেন অনেক প্রতিষ্ঠিত তারকা। সুনেরাহ এ প্রসঙ্গে কী ভাবছেন? ‘আমার অন্যের ওয়ালে ঘুরতে ভালো লাগে না। আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসি। ইনস্টাগ্রামে ছবি দিয়ে দেখি কেমন লাগছে। নিজের পুরনো ছবি দেখি, আর সে সময়ের কথা মনে করি। একটা ইউটিউব চ্যানেলও আছে। ওই যে বললাম নিজের জন্য পোস্ট করি, তাই ওটা নিয়ে তেমন কিছু করা হয়নি।’


আগামীতে কেমন সুনেরাহকে পাওয়া যাবে? সুনেরাহর ঝটপট উত্তর, ‘ভাঙাচোরা অবস্থায় বা একদম টিপটপ অবস্থায়। মন বলে এটা করলে ভালো, পরক্ষণে মস্তিষ্ক বলছে এটা ঠিক না। দুটি একসাথে কাজ করলে টিপটপ অবস্থায় পাবেন। না হয় তার উল্টোটা।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //