এবছরই মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে নির্মাতা নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পাচ্ছে এবছর। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সিনেমাটির সোয়া এক মিনিটের টিজারটি প্রকাশ করা হয়। মাত্র ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারের সংলাপ, সিনেমাটোগ্রাফি, সংগীত সিনেমাটির প্রতি অন্যরকম আগ্রহ তৈরি করেছে। টিজারটির প্রশংসা করেছেন সিনেমাপ্রেমীরা।

নির্মাতা ২০১৭ সালে শুরু করেন ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাজ। নানা প্রতিকূলতা পেরিয়ে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এ বছর।


সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমরা ২৮ তারিখে সিনেমাটি মুক্তি দিতে চাই। কিন্তু এখনো ডেট পাইনি। তবে চেষ্টা করবো যাতে তারিখটা পাই। আর দু-এক দিনের মধ্যেই সিনেমাটি সেন্সরে জমা পড়বে। সেন্সর পাওয়ার পরই নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারবো।’

সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে পরিচালক বলেন, ‘সিনেমার গল্প নিয়ে কোথাও কথা বলিনি। কিন্তু এর গল্পে চিরায়ত প্রেমের বিষয়টি আছে, তবে গৎবাঁধা নিয়মে প্রেমের গল্প দেখানো হয়নি। দর্শক নতুন কিছুই দেখবেন।’

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। রেড অক্টোবরের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল সিনেমা প্রথমবার নির্মাণ করলেও, এর আগে তিনি অনেক জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন। যেমন-‘ছায়াফেরী, যে জীবন ফড়িংয়ের’, ‘রোদ মাখা সূর্যমুখী’, ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ’। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //