জীবনের ২০ ‘মহাসত্য’ জানালেন পুলিশ কর্মকতা

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে জীবনের ৪০ বছরের উপলব্ধি থেকে শিক্ষা নিয়ে ২০টি ‘মহাসত্য’ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় পুলিশ কর্মকর্তা মাসরুফ হোসেন। ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে পোস্ট করা স্ট্যাটাসটি মাত্র ২ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। নিচে তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

এ বছর চল্লিশ হতে যাচ্ছি। এই চার দশকে শেখা ২০টা ‘মহাসত্য’ নিচে উল্লেখ করছি-

১. টাকা-পয়সা প্রচণ্ড দরকারি জিনিস। পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার সাথে মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ আচরণ করে।

২. বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ, স্বার্থপর, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী।

৩. অধিকাংশ মানুষ অপরাধ করে না সাহসের অভাবে। এভরিবডি ইজ আ পটেনশিয়াল ক্রিমিনাল।

৪. মানুষ কাজ থাকলে আপনারে পঞ্চাশবার কল করবে, কাজ শেষ হওয়ার পর কল করে এটুকুও জানাবে না যে কাজটা হয়ে গেছে।

৫. কার্মা বলে কিছু নাই, সব বোগাস। সারাজীবন অন্যের হক মেরে, অন্যের ওপর অত্যাচার করে বেঁচে থাকা মানুষের ছেলেমেয়েও বড় পজিশনে যায়, ভালো মানুষও হয়, সে নিজেও মরে পরম শান্তিতে, স্বাভাবিকভাবে।

৬. মানুষ প্রচণ্ড দুর্বল প্রাণী। সবচেয়ে বড় গাধা সেই ব্যক্তি- যে ভাবে লাইফ তার কনট্রোলে আছে, কারণ কনট্রোল পাল্টাইতে এক সেকেন্ডও লাগে না।

৭. মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নাই আসলে। মৃত্যুকে ভুলে থাকা, দুঃখময় এ জীবনকে নানারকম ছলাকলায় সাজিয়ে তোলাই তার উদ্দেশ্য। একেকজন এইটা একেকভাবে করে।

৮. মানুষ খুবই নিকৃষ্ট প্রাণী। পশুপাখিরা মানুষের চাইতে অনেক বেশি মানবিক।

৯. কোনো কারণ ছাড়াই কিছু মানুষ আপনাকে তার সমস্ত অস্তিত্ব দিয়ে ঘৃণা করবে। আপনি তাদের কোনো ক্ষতি করেন নাই, জানেনও না যে এদের অস্তিত্ব আছে, তাও কোনোভাবে এরা আপনাকে চেনে এবং ঘৃণা করে।

১০. অপরের অপমান দেখে মানুষ যে আনন্দ পায়, শ্রেষ্ঠতম সুন্দরীর সাথে রতিক্রিয়া করেও ওই আনন্দ সে পায় না।

১১. নিজেরটা নিজে করে খাইতে না পারলে কেউ আপনাকে দেখবে না, পরিবার সবার আগে লাথি মারবে।

১২. বন্ধু বলে কিছু নাই, আপনার বন্ধু আপনি নিজে। পুরাটাই স্বার্থ। অনেক দিনের পুরোনো বন্ধু ফোন করে বিপরীতের আলাপ শুরু করার মানে ধরে নিবেন একটু পরেই আপনারে কোনো কাজের কথা বলবে।

১৩. শুধু একে অপরের ভালো দিক দেখে প্রেম করলে ধরা খাবেন। বরং একে অপরের সবচেয়ে খারাপ দিকের সাথে মানায় নিতে পারেন কিনা এইটা দেখে প্রেম করলে ওইটা টিকবে।

১৪. সেক্স এডুকেশন জরুরি এবং তা সব বয়েসে।

১৫. লাইফে দুইটা জায়গায় ধরা খাইয়েন না প্লিজ। ১. প্রফেশন চুজ করতে ২. পার্টনার চুজ করতে। এর মধ্যে প্রথমটা ভুল করলে পোষায় হয়ত নেওয়া যায়, দ্বিতীয়টায় ভুল করলে লাইফ শেষ।

১৬. পৃথিবীটা একটা খুবই কুৎসিত জায়গা, এই কুৎসিত জায়গাতে টিকে থাকতে হইলে আপনাকে নিজের একটা সুন্দর জগৎ বানায়ে নিতে হবে। এই জগৎটা দুর্গের মতো আপনাকে বাইরের কলুষতা থেকে রক্ষা করবে। আমার ক্ষেত্রে এই জগৎটা হচ্ছে বই।

১৭. বেশিরভাগ সময়ে যেইটা ভাববেন, ওইটা হবে না। কোনো প্ল্যান কাজ করবে না। মানে, করলেও যেভাবে চান ওইভাবে হবে না।

১৮. রাতে শান্তির ঘুম, দুশ্চিন্তাহীন একটা বোরিং দিন- এই দুইটা জিনিস অমূল্য সম্পদ।

১৯. শরীরের এবং মনের যত্ন নিন। এই দুইটা জিনিস ছাড়া আপনার কিছুই নাই।

২০. এই ভয়ংকর পৃথিবীতে কিছুটা শান্তি পাবেন একটা কাজ করলে- আপনার চাইতেও অসহায় কারও সাধ্যমতো উপকার করলে।

লোক দেখানো, ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে দেওয়া উপকার না, কোনো কিছু পাওয়ার আশা না করে সত্যিকারের উপকার। এই অন্ধকার পৃথিবীরে অসহায়ের পাশে একটু দাঁড়ানোর মতো শান্তি আর কোথাও নাই।

(এইগুলো একেবারেই ব্যক্তিগত মতামত। একমত হবার বাধ্যবাধকতা নাই)


মাসরুফ হোসেন বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে উপপরিচালক (একাডেমিক) হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট-এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে দুই বছরের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //