সরকারি কর্মচারীদের জিপিএফে ১৩% চক্রবৃদ্ধি হারে সুদ

সরকারি কর্মচারীদের চাকরিকাল ২ (দুই) বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে সরকারি সাধারণ ভবিষ্য তহবিল কোষাগারে তার মূল বেতনের সর্বনিম্ন ৫% অর্থ প্রতি মাসে কর্তন করে জমা রাখতে হয়। কেউ চাইলে তার মূল বেতনের সর্বোচ্চ ২৫% অর্থ ১৩% চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া তহবিলে অর্থ জমা রাখতে পারেন। 

অর্থ মন্ত্রণালয়ের ২০-০৯-২০১৮ খ্রি: তারিখে ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৪.১৭.১০৮ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক The General Provident Fund Rules 1979 এর Rules 12(1) এবং The Contributory Provident Fund Rules 1979 এর Rules 12 এর বিধান অনুসারে ২০১৮-১৯ অর্থবছরের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভূক্ত সাধারণ ভবিষ্য তহবিল এবং প্রদেয় ভবিষ্য তহবিল এর Increment / Rate of Interest ১৩.০০% এ নির্ধারণ করা হয়েছে।

সার সংক্ষেপ:
অর্থ বছর ২০১৮-২০১৯
সুদের হার-১৩% বার্ষিক চক্রবৃদ্ধি হারে।

প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ কি উত্তোলন করা যায় না?
উত্তর: না। চাকরিজীবীর বয়স ৫২ বছর পূর্ণ না হলে অফেরৎযোগ্য অগ্রিম হিসাবে উত্তোলন করা যায় না। ৫২ বছর হলে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৮০% উত্তোলন করা যাবে।

প্রশ্ন: শুধু কি জমাই রাখতে হয় নিজের কাজে ব্যয় করা যায় না?
উত্তর: যায়। ফেরৎযোগ্য অগ্রিম হিসাবে ব্যক্তিগত যে কোন কারণ সাধারণ ভবিষ্য তহবিল GPF হতে অর্থ উত্তোলন করা যায়। কিস্তিতে প্রতিমাসে বেতন হতে কর্তন করে পরিশোধ করতে হয় বাধ্যতামূলকভাবে।

প্রশ্ন: চূড়ান্ত ভাবে সমুদয় অর্থ উত্তোলন করা যায় না?
উত্তর: যায়। আপনার চাকরি শেষে অর্থাৎ PRL এ থাকাকালীন সময়ে সমুদয় অর্থ চূড়ান্ত ভাবে উত্তোলন করা যায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //