মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জনে যা বললেন পাপন

সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই নাকি টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন তিনি।

আজ রবিবার (১২ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির পর বৈঠকে বসেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর এই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।

বিকালে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে রিয়াদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গও। তবে বৈঠকে রিয়াদের অবসর নিয়ে কিছুই আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাপন।

বিসিবি সভাপতি পাপন এ প্রসঙ্গে বলেন, 'ও (মাহমুদউল্লাহ) অবসর নেবে! এসব নিয়ে কোনো কথাই হয়নি, কী বলছেন আপনারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে। কারণ ও এখনো খেলছে খেলুক।'

এদিকে সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এই পেসারের ইনজুরি নিয়ে পাপন বলেন,  ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’

তাসকিনকে বিশ্বকাপের আগে ফিট করে তোলার জন্য সবকিছু করতে রাজি বিসিবি সভাপতি পাপন। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি। তবে বিকল্প ভাবনাও মাথায় রাখা হচ্ছে বলে জানান তিনি। পাপন বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো...। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

তাসকিন শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে থাকছেন কি-না তা আগামীকাল তার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাপন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //